News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৯, ২৩ আগস্ট ২০২৫

নারায়ণগঞ্জে গ্যাস লাইনের লিকেজে আগুন, একই পরিবারের ১০ জন দগ্ধ

নারায়ণগঞ্জে গ্যাস লাইনের লিকেজে আগুন, একই পরিবারের ১০ জন দগ্ধ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) ভোরে হিরাজিল এলাকার একটি টিনসেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫), তাদের সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫); হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২), তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪) ও এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিন। এছাড়া আসমা ও সালমার মা তাহেরা খাতুন (৬০) দগ্ধ হয়েছেন।

দগ্ধ হাসানের ছোট ভাই রাকিবুল ইসলাম জানান, টিনসেড বাড়িতে দুই বোন আসমা ও সালমার পরিবার ভাড়া থাকতেন। তাদের সঙ্গেই থাকেন মা তাহেরা খাতুন। বাড়ির পাশ দিয়ে যাওয়া গ্যাস পাইপলাইন থেকে লিক হয়ে গ্যাস ঘরে জমে যায়। রাতের কোনো এক সময় আগুন ধরে গেলে মুহূর্তেই ঘরটি পুড়ে যায় এবং সবাই দগ্ধ হন। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে। ভোরে ৯ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

আরও পড়ুন: কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, ৯ জন রোগী এখানে ভর্তি হয়েছেন। সবারই অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে তা পরীক্ষা করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়