News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৫, ২২ আগস্ট ২০২৫
আপডেট: ১১:২৬, ২২ আগস্ট ২০২৫

মেহেরপুর সীমান্ত থেকে বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে গেল বিএসএফ

মেহেরপুর সীমান্ত থেকে বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে গেল বিএসএফ

ছবি: সংগৃহীত

মেহেরপুরের কুতুবপুর সীমান্ত থেকে ইকবাল হোসেন (৩৮) নামের এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ইকবাল হোসেন কুতুবপুর গ্রামের জারাবাত হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে কুতুবপুর মাঠে ঘাস কাটার সময় ভারতের ৫৬ ব্যাটালিয়ন বিএসএফের তেইনপুর ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।

ইকবালের স্ত্রী ফেরদৌসি আরা জানান, “দুপুরে ঘাস কাটতে গিয়ে ইকবাল হোসেন ভুলক্রমে ভারতীয় সীমানায় ঢুকে পড়েন। তখন বিএসএফ সদস্যরা তাকে আটক করে মারপিট শুরু করে। এখনো তাকে ফেরত দেয়নি।”

স্থানীয় সূত্র জানায়, ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে তাকে ধরে মারপিট করে বিএসএফ ক্যাম্পে নেওয়া হয়েছে। বিজিবি পতাকা বৈঠকের ডাক দিলেও বিএসএফ সাড়া দেয়নি।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মোর্শেদ রহমান বলেন, “ইকবাল হোসেন ১৩২/১৫-আর সীমান্ত পিলারের কাছে কুতুবপুর মাঠে ঘাস কাটার সময় বিএসএফের সদস্যরা তাকে আটক করেন।”

আরও পড়ুন: কুড়িগ্রামে ঘোড়ার গাড়িতে শিক্ষককে রাজকীয় বিদায় দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা

বর্তমানে বিএসএফের হাতিশালা ক্যাম্পে ইকবাল হোসেন সুস্থ ও স্বাভাবিক আছেন। তাকে ফেরত আনার জন্য কাথুলী কোম্পানি কমান্ডার ৫৬ ব্যাটালিয়ন বিএসএফের রাউথবাড়ী কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করেছেন।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে, কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হবে। বর্তমানে এ প্রক্রিয়া চলছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়