News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৫, ২১ আগস্ট ২০২৫

প্রাইভেটকার উল্টে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৩

প্রাইভেটকার উল্টে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৩

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি দ্রুতগতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এবং শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, মাওয়া থেকে ঢাকার দিকে দ্রুতগতিতে যাচ্ছিলো প্রাইভেট কারটি। ষোলঘর যাত্রী ছাউনির কাছে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারায় এবং সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে যায়।

আরও পড়ুন: কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকা থেকে দুই লাখ ঘনফুট লুটপাথর উদ্ধার

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুইজন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তারা আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আরও একজনকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় নিহতরা হলেন আরমান, রাইসা এবং তানজিল। প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা ধরে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের তৎপরতায় দুর্ঘটনাস্থল থেকে গাড়িটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাইভেট কারটির অতিরিক্ত গতিই এই দুর্ঘটনার প্রধান কারণ। তবে ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ এও মনে করছে যে, কোনো অজ্ঞাত গাড়ির ধাক্কাতেও এই দুর্ঘটনা ঘটতে পারে। পুলিশ এবং ফায়ার সার্ভিস বিষয়টি তদন্ত করে দেখছে। এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়