মহাখালী সাততলা বস্তিতে আগুন
ছবি: নিউজবাংলাদেশ
রাজধানীর মহাখালী এলাকার সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (২০ আগস্ট) দুপুর ২টা ৩৭ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুম নিশ্চিত করেছে।
খবর পেয়ে প্রথমে মহাখালী, গুলশান ও তেজগাঁও ফায়ার স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে ঘন যানজটের কারণে সব ইউনিট দ্রুত কাজে যোগ দিতে পারেনি। পরে বিকেলের দিকে তেজগাঁও থেকে আরও আটটি ইউনিট রওনা হয়। এভাবে মোট ১১টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস জানায়, প্রচণ্ড তাপ, ঘনবসতিপূর্ণ এলাকা ও জনসমাগমের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
আরও পড়ুন: কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকা থেকে দুই লাখ ঘনফুট লুটপাথর উদ্ধার
স্থানীয় সূত্রে জানা গেছে, টিন ও বাঁশের তৈরি ঘরবাড়িতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আতঙ্কিত বস্তিবাসীরা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যায়। অনেকে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আশপাশের এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ায় পরিবেশ ভারী হয়ে ওঠে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও শৃঙ্খলা বজায় রাখার কাজে যুক্ত হন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।
তবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ধারণা, ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।
ফায়ার সার্ভিসের একটি তদন্ত দল আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র নির্ধারণে কাজ শুরু করেছে।
সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চলছে এবং পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








