কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকা থেকে দুই লাখ ঘনফুট লুটপাথর উদ্ধার
ছবি: সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া সীমান্ত এলাকা থেকে প্রায় দুই লাখ ঘনফুট লুট করা পাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২০ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক। তিনি জানান, মঙ্গলবার সকালেই উৎমা বিওপির বিশেষ টহলদল উপজেলার আদর্শগ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মজুদকৃত পাথর উদ্ধার করে।
বিজিবি জানায়, উৎমাছড়া একটি প্রাকৃতিকভাবে বালু ও পাথরে সমৃদ্ধ পর্যটন এলাকা। দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু অসাধু চক্র অবৈধভাবে এখানে থেকে পাথর উত্তোলন করে পাচারের উদ্দেশ্যে মজুদ করছিল। তবে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি, দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং চক্রগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এসব পাথর দেশের অন্য এলাকায় পাচার সম্ভব হয়নি।
আরও পড়ুন: নোয়াখালীতে পুকুরে শামুক কুড়াতে গিয়ে ২ বোনের মৃত্যু
প্রাথমিকভাবে উদ্ধারকৃত পাথরের পরিমাণ প্রায় দুই লাখ ঘনফুট হিসেবে ধরা হচ্ছে।
বর্তমানে সিলেট জেলা প্রশাসক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে পাথরের সঠিক পরিমাপ ও আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








