News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫২, ১৬ আগস্ট ২০১৫
আপডেট: ০৭:৩৬, ১৯ জানুয়ারি ২০২০

নড়াইল কারাগারে হাজতির মৃত্যু

নড়াইল কারাগারে হাজতির মৃত্যু

নড়াইল: নড়াইল জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে হত্যা মামলার আসামি খালেক মোল্লা (৫০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার সারুলিয়া গ্রামের আলিমুদ্দিন মোল্লার পুত্র। মৃত খালেক মোল্লা লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের চর সারুলিয়া গ্রামের আসাদ মোল্যা হত্যা মামলার আসামি ছিলেন।

নড়াইল জেলা কারাগারের জেলার একেএএম মাসুম জানান, রোববার সকালে হাজতি খালেক মোল্লা হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে চিকিৎসার জন্য তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান। পরে লাশের ময়না তদন্ত শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়