ঠাকুরগাঁ হরিপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় রোববার দুপুর দেড়টার দিকে খালেদা বেগম নামে ৭ম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
খালেদা বেগম উপজেলার গড়ভবানীপুর গ্রামের আব্দুল হালিমের কন্যা এবং কাঠালডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাসেম প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পারিবারিক ও পুলিশ জানায়, অসুস্থতার কারণে খালেদা বেগম রোববার সকাল ১১টার দিকে নিজ শয়ন ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। দুপুর দেড়টার দিকে দুপুরের খাবারের জন্য পরিবারের লোকজন খালেদাকে ঘুম থেকে উঠাতে যায়। কিন্তু ঘরের ভিতরে থেকে খালেদার কোনো সাড়া শব্দ না পাওয়ায় সন্দেহ হয়। পরে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায় খালেদা গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আছে। খবর পেয়ে হরিপুর থানার থানার পুলিশ খালেদার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ আকতারুজ্জামান প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








