News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০২, ১৬ আগস্ট ২০১৫
আপডেট: ০৭:৩৬, ১৯ জানুয়ারি ২০২০

সাদুল্যাপুরে আসামির হুমকিতে নিরাপত্তাহীনতায় বাদী পরিবার

সাদুল্যাপুরে আসামির হুমকিতে নিরাপত্তাহীনতায় বাদী পরিবার

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুরে জাহিদুল ইসলাম নামের এক কাপড় ব্যবসায়ীর দোকানে চুরি হওয়ার ঘটনায় থানায় মামলা করে বিপাকে পড়েছে বাদী পরিবার। সম্প্রতি আসামী গংদের অব্যাহত হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বাদী জাহিদুল ইসলাম ও তার পরিবার।

মামলার বিবরণে জানা গেছে, উপজেলার রসুলপুর ইউনিয়নের বৈষ্ণবদাস গ্রামের মুনছুর আলীর ছেলে ও ছান্দিয়াপুর বাজারের কাপড় ব্যবসায়ী জাহিদুল ইসলামের কাপড়ের দোকান ও ছান্দিয়াপুর গ্রামের আলহাজ নুরুল ইসলাম প্রামাণিকের ছেলে জাহাঙ্গীর আলম প্রামাণিকের কাপড়ের দোকানটি গত ৫ মে/১৩ইং তারিখে গভীর রাতে ঘরের সাটার ভেঙে চুরি করে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চোরের দল।  এতে প্রায় নগদ টাকাসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়।

এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ছান্দিয়াপুর গ্রামের মৃত অছিম উদ্দিনের ছেলে শাহান শাহ (৩৫), মৃত হাকিম উদ্দিন মুন্সীর ছেলে আমিনুল ইসলাম (৩৭) ও নামাপাড়া গ্রামের ছাকা মিয়া (৩৬) সহ আরও ৪/৫জনকে অজ্ঞাতনামা আসামি করে সাদুল্যাপুর থানায় মামলা দায়ের করেন জাহিদুল ইসলাম।   

মামলার বাদী জাহিদুল ইসলাম জানান, মামলা দায়েরের পর থেকে আসামিগংরা আমাকে ও আমার পরিবারকে মামলা তুলে নেওয়াসহ বিভিন্ন সময়ে অশ্লীল ভাষায় গালমন্দ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ফলে আসামিদের ভয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি আরও জানান, অভিযুক্ত আসামিরা দীর্ঘদিন ধরে নানা ধরণের অপরাধ মূলক কর্মকাণ্ডের সাথে জাড়িত। এমনকি তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সংঘবদ্ধ গ্রুপের কারণে তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না।  

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়