News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৫, ১৬ আগস্ট ২০১৫
আপডেট: ০৩:৩৪, ৯ জুন ২০২০

নিবন্ধনহীন সিম বিক্রি বন্ধে মাঠে নামছে বিটিআরসি

নিবন্ধনহীন সিম বিক্রি বন্ধে মাঠে নামছে বিটিআরসি

ঢাকা: নিবন্ধনহীন মোবাইল ফোনের সিমকার্ড বিক্রি বন্ধে সাত দিনের ‘ক্র্যাশ প্রোগ্রামে’ মাঠে নামছে বিটিআরসি। এ ধরনের সিম বিক্রি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে অভিযান চালাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সব জেলা প্রশাসককে চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

রোববার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে ‘বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে’ তিনি এসব তথ্য জানান।

এসময় বাজারে যত্রতত্র নিবন্ধনহীন সিম বিক্রি নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘কিছুদিন আগে জিপিও এলাকায় পরিদর্শনে গিয়ে দেখেছি অবৈধ আনরেজিস্টার্ড সিম বিক্রি হচ্ছে। এ বিষয়ে আমি ঘোষণা দিয়েছিলাম পাঁচ দিনের মধ্যে কাজ শুরু করব। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য একটি চিঠি ড্রাফট করেছি, যেটি মন্ত্রণালয়ের মাধ্যমে যাবে, মোবাইল কোর্ট যেন বিভিন্ন জায়গায় তাদের কাজ শুরু করে।’
 
অভিযান চালাতে মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদেরও চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘বিটিআরসির একটি মোবাইল টিম আছে। সেই টিম যেন সাতদিনের একটি ক্র্যাশ প্রোগ্রাম হাতে নেয়, যে আনরেজিস্টার্ড সিম আছে এবং বিক্রি হচ্ছে তা তারা বাজেয়াপ্ত করবে এবং আমরা এর সূত্রটি ধরতে চাই কোন্ রিটেইলারের মাধ্যমে আনরেজিস্টার্ড সিম বিক্রি হয়েছে এই সমস্ত দোকানে।’

তারানা হালিম বলেন, ‘ঢাকা শহরে যে ক্র্যাশ প্রোগ্রাম করা হবে সে রকম ডিসিরা তাদের এলাকায় অবৈধ সিম বাজেয়াপ্ত করবেন। মোবাইল কোর্টের মাধ্যমে যে জরিমানা ও শাস্তির বিধানগুলো আছে তা যেন কার্যকরভাবে প্রয়োগ করা হয়।’

এসময় শোক দিবসের ওপর আলোচনায় তিনি বলেন, ‘আমরা যদি কর্মদক্ষ বিভাগ এবং দুর্নীতির ঊর্দ্ধে উঠে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি তখন সেই মন্ত্রণালয় সাফল্যমণ্ডিত হতে বাধ্য। আমরা এটিই দেখতে চাই এবং এটিই বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। ছোট কাজেও যেন বঙ্গবন্ধু বিতর্কিত না হয়, কাজের মাধ্যমে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখটা যেন উজ্জ্বল করি, মন্ত্রণালয়ের ভাবমূর্তি যেন উজ্জ্বল করি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়