News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২৯, ১৬ আগস্ট ২০১৫
আপডেট: ০৭:৩৬, ১৯ জানুয়ারি ২০২০

শোক দিবসের অনুষ্ঠানে সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় মামলা

শোক দিবসের অনুষ্ঠানে সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় মামলা

কুষ্টিয়া: কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় শোক দিবসের শ্রদ্ধা নিবেদন ও সমাবেশ শেষে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে আ. লীগ কর্মী সবুজ নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

রোববার বিকেলে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। নিহত সবুজের বড় ভাই আরিফ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। যার মামলা নম্বর ১৮।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজসহ ২০ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন নিহত সবুজের বড় ভাই আরিফ হোসেন।

উল্লেখ্য, শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর গেট এলাকায় ১৫ আগস্টের কর্মসূচি শেষে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও বেশ কজন নেতাকর্মীকে আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়