ঢামেকে প্রতিবন্ধী শিশুকে ফেলে রেখে গেছে মা
ঢাকা: রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলায় শিশু সার্জারি বিভাগের বারান্দায় দেড় বছরের এক শিশুকে ফেলে রেখে পালিয়ে গেছে তার মা। শিশুটি শারীরিক ও বাকপ্রতিবন্ধী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার বিকেল থেকে শিশুটিকে একই স্থানে দেখে আশপাশের লোকজন তার অভিভাবকদের খুঁজতে থাকে। একপর্যায়ে আনসার সদস্য ফারুক ‘বাচ্চা কার? বাচ্চা কার?’ বলে চিৎকার করেন। তবু কেউ এগিয়ে না আসায় তিনি শিশুটিকে শিশু মেডিসিন বিভাগের ২০৮ নম্বর ওয়ার্ডে নিয়ে যান।
এ ওয়ার্ডের সহকারী রেজিস্টার ডা. সুমন নিউজবাংলাদেশকে বলেন, “শিশুটি শারীরিক ও বাকপ্রতিবন্ধী। আজকের দিনটির মতো শিশুটিকে আমাদের এখানে রাখছি। সোমবার হাসপাতাল শাখার সমাজ কল্যাণ বিভাগের মাধ্যমে কোনো প্রতিবন্ধী সংস্থায় তাকে হস্তান্তর করা হবে।”
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক নিউজবাংলাদেশকে বলেন, “শারীরিক ও বাকপ্রতিবন্ধী শিশুটিকে লালন-পালন করা হয়তো সম্ভব হচ্ছিল না তার মায়ের পক্ষে। তাই চিকিৎসার নাম করে এখানে ফেলে গেছে।”
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








