গাইবান্ধায় যুবকের ঝুলন্ত লাশ
গাইবান্ধা: জেলার সাদুল্যাপুর উপজেলায় সুমন মিয়া (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। সুমন ফরিদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের সাদা মিয়ার ছেলে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তার লাশ পুলিশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, ওইদিন দুপুরে ঘরের তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে সুমন। পরে পরিবারের লোকজন লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েস জানান, এ ঘটনায় সুমনের চাচা সাইফুল ইসলাম বাদী হয়ে একটি ইউডি মামলা করেছেন।
বুধবার সকালে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/টিএইচ/এফই
নিউজবাংলাদেশ.কম








