News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:২৬, ৫ আগস্ট ২০১৫
আপডেট: ০৬:৪১, ১৯ জানুয়ারি ২০২০

নড়াইলে ইজিবাইক ধর্মঘট শুরু, যাত্রীরা বিপাকে

নড়াইলে ইজিবাইক ধর্মঘট শুরু, যাত্রীরা বিপাকে

নড়াইল: বিভিন্ন দাবিতে জেলায় ধর্মঘট পালন করছে ইজিবাইক মালিক ও শ্রমিকরা। ফলে যানবাহনের অভাবে বিপাকে পড়েছে যাত্রীরা।

বুধবার সকাল ৬ টা থেকে বিকেল ৬টা পর্যন্তু জেলার সকল সড়কে ইজিবাইক, থ্রিহুইলার, জেএসএসহ তিন চাকার যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইজিবাইক মালিক সমিতির সভাপতি লায়েব মোল্যা।

দেশব্যাপী মহাসড়কগুলোতে তিন চাকার যানবহন চলাচল বন্ধে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ, ইজিবাইক চালকদের উপর বাস ও মিনিবাস মালিক সমিতির সন্ত্রাসীদের হামলার সুষ্ঠ বিচার এবং ক্ষতিপূরণসহ ৫ দফা দাবিতে এ ধর্মঘট পালিত হচ্ছে।

ধর্মঘটের কারণে বিপাকে পড়েছে যাত্রীরা। যানবাহনের অভাবে বিভিন্ন স্থানে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ সুযোগে রিকশাচালকরাও ভাড়া বাড়িয়ে দিয়েছে।

এদিকে বেলা ১১ টার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের রুপগঞ্জ বাসস্টান্ড চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসকের নিকট স্মরকলিপি প্রদান করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি(তদন্ত) দেলোয়ার হোসেন নিউজবাংলাদেশকে জানান, ইজিবাইক মালিক শ্রমিক নেতৃবৃন্দের ডাকা ধর্মঘট শান্তিপূর্ণভাবে চলছে।

নিউজবাংলাদেশ.কম/এসআই/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়