সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধে ‘বনদস্যু’ নিহত
খুলনা: সুন্দরবনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-৬ এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ‘বনদস্যু ইলিয়াস বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড’ ফরহাদ নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যার কিছু আগে এ ঘটনা ঘটে।
র্যাবের ভাষ্য, বনদস্যুদের তৎপরতার খবর পেয়ে স্কোয়াড্রন লিডার ফয়সালের নেতৃত্বে র্যাবের একটি দল মঙ্গলবার বিকেলে কয়রা উপজেলা সংলগ্ন সুন্দরবনের গহীনে আলকি এলাকায় অভিযান চালায়। এসময় দস্যুরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির মধ্যে পড়ে বনদস্যু ইলিয়াস বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড ফরহাদ নিহত হন।
‘বন্দুযুদ্ধে’ র্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে র্যাব। ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র ও ১৫ রাউন্ড গুলি জব্দ করা হয়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, “র্যাবের পক্ষ থেকে বন্দুকযুদ্ধে বনদস্যু ফরহাদ নিহত হওয়ার ঘটনা জানতে পেরেছি। নিহতের লাশ ঘনটনাস্থল থেকে থানায় আনা হচ্ছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা রেকর্ড করা হবে।”
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








