News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:০৯, ৫ আগস্ট ২০১৫
আপডেট: ২১:২৮, ১৯ জানুয়ারি ২০২০

১৫৯ বাংলাদেশিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া স্থগিত

১৫৯ বাংলাদেশিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া স্থগিত

কক্সবাজার: মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধারকৃত ১৫৯ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্বিতীয় দফায় স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ বিজিবি-১৭ এর অধিনায়ক লে.কর্নেল মো. রবিউল ইসলাম। তবে কী কারণে তাদের ফেরত আনার বিষয়টি স্থগিত করা হয়েছে সে ব্যাপারে কিছু জানায়নি বিজিবি।

এর আগে গত ৩০ জুলাই মিয়ানমার থেকে তাদের দেশে ফেরত আনার কথা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়। পরে ৫ আগস্ট বুধববার তাদের ফেরত আনা হবে বলে জানিয়েছিল বিজিবি।

লে.কর্নেল মো.রবিউল ইসলাম আরও জানান, বুধবার পতাকা বৈঠকের মাধ্যমে যে ১৫৯ জনকে ফেরত আনার কথা ছিল তা আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ পরে জানানো হবে।

প্রসঙ্গত, গত কয়েক মাসে মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া এক হাজার ২৮২ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এমএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়