যাত্রাবাড়ীতে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ করে তার পরিবার। পরে এ অভিযোগের ভিত্তিতে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকরা হলেন- ফয়সাল, শাহাদাত ও বাবু।
যাত্রাবাড়ী থানার এসআই এমরানুল ইসলাম জানান, ‘মঙ্গলবার বিকেলে কুতুবখালীর এক বাসায় এ ঘটনা ঘটে।’
তিনি জানান, ‘নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে কলেজ পড়ুয়া ওই তরুণী তার এক ছেলে বন্ধুকে সঙ্গে করে কুতুবখালীতে এক পরিচিতের বাসায় আসেন। ওই সময় এলাকার বখাটে তিন যুবক ওই বাসায় ঢুকে তার ছেলে বন্ধুকে আটকে রেখে তরুণীকে ধর্ষণ করে। তরুণীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। পরে পুলিশ খবর পেয়ে ওই বাসা থেকে মেয়েটিকে উদ্ধার করে এবং ওই তিন যুবককে আটক করে। পরে ওই তরুণী থানায় এসে তিনজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন।’
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








