News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৪, ৪ আগস্ট ২০১৫
আপডেট: ২১:২৮, ১৯ জানুয়ারি ২০২০

দীর্ঘ ছুটিতে মুশফিকরা

দীর্ঘ ছুটিতে মুশফিকরা

ঢাকা: বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ থেকেই আগস্ট পর্যন্ত টানা আট মাস ক্রিকেট ব্যস্ত ছিলেন টাইগাররা। টানা ক্রিকেট ব্যস্ততার পর বেশ কয়েক সপ্তাহের জন্য বিশ্রামের সুযোগ পেলেন বাংলাদেশের ক্রিকেটারা।

বিশ্বকাপে স্বপ্ন পূরণের পর পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজ দেশে গৌরবের মধ্য দিয়ে দারুণ ক্রিকেট খেলেছে টিম বাংলাদেশ। একটানা খেলার পর এবার বিশ্রামে যাচ্ছেন খেলোয়াড় ও কোচিং স্টাফরা।

টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম দলের সতীর্থদের ছুটির এ সময়টা উপভোগ করার কথা বলেছেন। সবমিলে এবার ১৭ দিনের ছুটি পাচ্ছেন মুশফিকরা। ছুটি শেষে আগামী ২১ আগস্ট থেকে অস্ট্রেলিয়া সিরিজের জন্য ফিটনেস ক্যাম্প শুরু হবে।

সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর থেকেই ছুটি পান মুশফিকরা। ওই দিন রাতেই দেশে ফিরেছেন জাতীয় দলের পেস বোলিং কোচ হিথ স্ট্রিক ও ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল। আজ (মঙ্গলবার) সকালেই টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগে ও ট্রেনার মারিও ভিল্লাভারায়ন নিজ দেশে উড়াল দিয়েছেন।

প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে সোমবারই হোটেল ছেড়েছেন তামিম-সাকিব ওমুশফিকরা। তবে দলের বাকি ক্রিকেটাররা আজ সকালে হোটেল ছেড়েছেন। দীর্ঘদিন পর লম্বা ছুটি পেয়ে জাতীয় দলের ক্রিকেটারদের ক্রিকেটাররা গ্রামের বাড়িতে বেড়াতে যাবেন।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে তারকা হয়ে ওঠা আলোচিত পেসার মুস্তাফিজুর রহমান অনেকদিনই বাড়িতে যেতে পারেননি। তবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ছাড়াও যেসকল ক্রিকেটার টেস্টে ছিলেন না, তারা ওয়ানডে শেষেই ছুটিতে আছেন।

আর প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট শেষে মিরপুরে মুশফিকুর রহিম জানিয়ে ছিলেন, “গেল চার-পাঁচ মাসে আমরা যা অর্জন করেছি, আমাদের এখন সময় সেটা ভালোভাবে উপভোগ করা। আমার মনে হয়, এখন সেটা সবাই করবে। আমাদের একটা বিরতি আছে, সেটা খুব দরকার ছিল। এরপর ফিটনেস ট্রেনিং আছে, এরপর স্কিল অনুশীলন করব। অস্ট্রেলিয়া সিরিজের আগে আমাদের হাতে এখন অনেক সময় আছে। আমরা যেন পুনরায় ভালো ভাবে ফিরে আসতে পারি এবং দল হিসেবে আবার ভালো পারফর্ম করতে পারি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই চেষ্টা থাকবে সবার।”

নিউজবাংলাদেশ.কম/এসএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়