News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৯, ৪ আগস্ট ২০১৫
আপডেট: ০৮:০৯, ১১ ফেব্রুয়ারি ২০২০

শিশু রাকিব হত্যায় আটক ৩ জনের নামে মামলা

শিশু রাকিব হত্যায় আটক ৩ জনের নামে মামলা

খুলনা: নগরীতে মোটর গ্যারেজে নির্মম নির্যাতন চালিয়ে শিশু মো. রাকিবকে হত্যার ঘটনায় জনতার হাতে আটক তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহত রাকিবের বাবা নুরুল আলম মঙ্গলবার সকালে এ মামলা দায়ের করেন।

মামলার তিন আসামি হলেন- গ্যারেজ মালিক মিন্টু মিয়া (৪০), কর্মচারী শরীফ (৩৫) এবং শরীফের মা বিউটি বেগম (৫৫)।

খুলনা সদর থানার ওসি সুকুমার বিশ্বাস এ তথ্য জানান।

কর্মস্থল পরিবর্তন করায় ১২ বছরের ওই শিশু শ্রমিককে নির্যাতন করে হত্যা করা হয়। সোমবার বিকেলে নির্মম নির্যাতনের পর দিবাগত রাত ১২টার দিকে রাকিবের মৃত্যু হয়। সে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের দিনমজুর আলম হাওলাদারের ছেলে।

মধ্যযুগীয় কায়দায় রাকিবের মলদ্বারে কমপ্রেসার মেশিনের পাইপ দিয়ে পেটে বাতাস ঢুকিয়ে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে নগরীর টুটপাড়ার শরীফ মোটরসাইকেল গ্যারেজের মালিক শরীফ ও তার ভাই মিন্টুর বিরুদ্ধে।

এলাকাবাসী জানায়, রাকিব এর আগে শরীফের মোটরসাইকেল গ্যারেজে কাজ করত। কিন্তু সম্প্রতি সে সেখান থেকে কাজ ছেড়ে দিয়ে নগরীর পিটিআই মোড়ের নাসিরের গ্যারেজে কাজ নেয়। এতে ক্ষুব্ধ হয়ে শরীফ ও তার ভাই মিন্টু তাকে শাস্তি দিতে এ বর্বরোচিত নির্যাতন চালান।

নিউজবাংলাদেশ.কম/এফএ

এবার নির্মম নির্যাতনে প্রাণ গেল শিশু রাকিবের 

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়