News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৩, ৪ আগস্ট ২০১৫
আপডেট: ২১:২৯, ১৯ জানুয়ারি ২০২০

চুয়াডাঙ্গায় ফেনসিডিল ও মদ আটক

চুয়াডাঙ্গায় ফেনসিডিল ও মদ আটক

চুয়াডাঙ্গা: জেলার জীবননগর উপজেলার পৃথক পৃথক এলাকা থেকে তিনশ ৯৩ বোতল ফেনসিডিল ও ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি।

সোমবার দিবাগত রাতে এসব জব্দ করা হয়।

চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবি’র পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জমান (বিজিবিএম) জানান, গোপন তথ্যের ভিত্তিতে নিমতলা ক্যাম্পের নায়েক হাজী আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৩৬ বোতল ফেনসিডিল জব্দ করে। একই সময়ে, রাজাপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার গিয়াস উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ রাজাপুর সীমান্ত থেকে ৫৭ বোতল ফেনসিডিল জব্দ করে।

এর আগে, রাত ১২ টার দিকে কুসুমপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার রুস্তম আলী সঙ্গীয় ফোর্সসহ টহল দেওয়ার সময় কুসুমপুর সীমান্ত থেকে ৪৮ বোতল ভারতীয় উন্নতমানের মদ জব্দ করে।

আটককৃত মালামালের আনুমানিক মূল্য দুই লাখ ২৯ হাজার দুইশ টাকা। মালামালগুলো কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/কেএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়