News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৪৫, ৪ আগস্ট ২০১৫
আপডেট: ২১:২৯, ১৯ জানুয়ারি ২০২০

মেহেরপুরে ৩০ হাজার ভারতীয় ওষুধসহ আটক ১

মেহেরপুরে ৩০ হাজার ভারতীয় ওষুধসহ আটক ১

মেহেরপুর: জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের আহসান মল্লিককে (৩৫) ৩০ হাজার পিস যৌন উত্তেজক ভারতীয় ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে মুজিবনগর থানা পুলিশ অভিযান চালিয়ে বাগোয়ান গ্রাম থেকে তাকে আটক করে।

আটক আহসান বাগোয়ান গ্রামের দাউদ হোসেনের ছেলে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস সালেক জানান, ভারতীয় ওষুধ চোরাচালানের খবর পেয়ে সকালে উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতানের নেতৃত্বে পুলিশের একটি দল বাগোয়ান গ্রামে আভিযান চালায়। এসময় কয়েকটি কার্টুন ভর্তি অবস্থায় ৩০ হাজার পিস ভারতীয় সেনেগ্রা ট্যাবলেটসহ আহসানকে আটক করা হয়। ওষুধগুলোর আনুমানিক মূল্য দশ লাখ টাকার বেশি বলে জানায় পুলিশ। ট্যাবলেটগুলো ভারত থেকে এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য প্রেরণের প্রস্তুতি চলছিল।

আটক আহসানের নামে থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

নিউজবাংলাদেশ.কম/এইচএম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়