News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:২৪, ৪ আগস্ট ২০১৫
আপডেট: ২১:২৯, ১৯ জানুয়ারি ২০২০

বাংলাদেশ-সৌদি সম্পর্কোন্নয়নে সমঝোতা স্মারকের সিদ্ধান্ত

বাংলাদেশ-সৌদি সম্পর্কোন্নয়নে সমঝোতা স্মারকের সিদ্ধান্ত

ঢাকা: দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

সোমবার জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজার মাদানির মধ্য অনুষ্ঠিত এক বৈঠকে সৌদি সরকারের পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয়।

বৈঠকে শাহরিয়ার আলমের অনুরোধে পবিত্র হজের পর বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা দেওয়া হবে বলে জানান নিজার মাদানি।

মঙ্গলবার আরব নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ-সৌদি সম্পর্ক ‘সঠিক নির্দেশনায় এগুচ্ছে’ উল্লেখ করে মাদানি বলেন, “সমঝোতা স্মারক দুদেশের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জন্য পারস্পরিক সম্পর্কের লাভজনক ক্ষেত্রগুলোতে চুক্তিবদ্ধ হতে নতুন প্ল্যাটফর্ম তৈরি করবে।”

শাহরিয়ার আলম সৌদি প্রতিমন্ত্রীকে বাংলাদেশ থেকে আরো দক্ষ, আধা দক্ষ ও অদক্ষ কর্মী নিয়াগের অনুরোধ জানান। তিনি বাংলাদেশি হাজীদের জন্য ওমরাহ ভিসা সহজ করার অনুরোধ জানান।

উল্লেখ্য, রমজান মাসে বাংলাদেশি নাগরিকদের জন্য ওমরাহ ভিসা নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হয়।

শাহরিয়ার আলমের অনুরোধের প্রেক্ষিতে মাদানি বলেন, “সৌদি সরকার ইতিমধ্যে বাংলাদেশি নারী গৃহকর্মী নিয়োগ শুরু করেছে এবং অন্যান্য ক্ষেত্রে পর্যায়ক্রমে পুরুষ কর্মী নিয়োগ শুরু করা হবে।”

তিনি আরো বলেন, “হজের পর ওমরাহ ভিসা পুনরায় দেওয়া হবে।”

বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ ও কনসাল জেনারেল এ কে এম শহিদুল করিম উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এফএ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়