কুমিল্লায় জাল নোটসহ আটক ২
কুমিল্লা: চার লক্ষাধিক জাল টাকার নোটসহ কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোবিন্দপুর থেকে দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- আদর্শ সদর উপজেলার গোবিন্দপুর খলিফা বাড়ির নাছির উদ্দিনের ছেলে কামরুল ইসলাম (৪৫) ও হাউজিং এস্টেট এলাকার আবদুস সামাদের ছেলে মেহেদী হাসান রাতুল (৫৫)।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এম ফিরোজ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে কামরুল ইসলামের বাসায় তল্লাশি চালিয়ে চার লাখ ২২ হাজার টাকার জাল নোট এবং ২০ বোতল ফেসনসিডিল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত টাকার মধ্যে এক হাজার, ৫০০, ৫০ ও ২০ টাকার জাল নোট রয়েছে। এ ছাড়া দুইটি ডেস্কটপ কম্পিউটার, দুইটি ল্যাপটপ, একটি প্রিন্টার ও পাঁচ জন সরকারি কর্মকর্তার সিল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদক ও বিশেষ ক্ষমতা আইনে কোতয়ালী মডেল থানায় পৃথক মামলা হয়েছে। এ চক্রটি দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছিল।
এ চক্রের সাথে জড়িতদের গ্রেফতারে ডিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ সূত্র।
নিউজবাংলাদেশ.কম/এমআর/এফই
নিউজবাংলাদেশ.কম








