News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:১৬, ৪ আগস্ট ২০১৫
আপডেট: ২১:৩০, ১৯ জানুয়ারি ২০২০

মাগুরার সংঘর্ষ

প্রধান আসামিসহ ৪ জনের রিমান্ড আবেদন মঙ্গলবার

প্রধান আসামিসহ ৪ জনের রিমান্ড আবেদন মঙ্গলবার

মাগুরা: মাগুরায় ক্ষমতাসীন দলের দুই গ্রুপের সহিংসতায় গর্ভস্থ শিশু গুলিবিদ্ধ এবং একজন নিহত হওয়ার ঘটনায় দায়েকৃত মামলায় প্রধান আসামি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সেন সুমন এবং অপর তিন আসামি সাগর, বাপ্পী ও নজরুলকে মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। সোমবার রাত ১১টায় তাদের ঢাকা থেকে মাগুরা নিয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

অতিরিক্তি পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সেন সুমনকে রোববার ঢাকার কল্যাণপুর থেকে ব্যার-৪ গ্রেফতার করে। মামলার ৭ ও ৮ নম্বর আসামি বাপ্পী ও সাগরকে সোমবার বিকেলে ঢাকার সাইনবোর্ড এলাকা থেকে মাগুরা ডিবি পুলিশ গ্রেফতার করে। পরে মাগুরা ডিবি পুলিশের একটি টিম তাদের নিয়ে মাগুরার উদ্দেশে রওনা হয়।

সেন সুমন, বাপ্পি, সাগর ও বোরবার রাতে মাগুরার ওয়াপদা এলাকায় ঈগল পরিবহণ থেকে গ্রেফতার ১৩নং আসামি নজরুলকে মঙ্গলবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিমের পরিদর্শক ইমাউল হক।

ইমাউল হক জানান, এর আগে ২৬ জুলাই রাতে ফরিদপুর থেকে গ্রেফতার হত্যা মামলার ৫নং আসামি সুমন কারিগর ও ১৪ নং আসামি সোবহান কারিকরকে সোমবার ‍দুপুরে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করলে, আদালত তাদের দুইজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে মামলার এজাহারভুক্ত মোট ১৬ আসামির মধ্যে ছয় জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ডিবি ও র‌্যাব।

উল্লেখ্য, ২৩ জুলাই শহরের দোয়ারপাড় এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ভূইয়ার সঙ্গে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকা মাগুরা শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের পিওন মোহাম্মদ আলীর সমর্থকদের সংঘর্ষ হয়। এসময় গুলিতে নিহত হন কামরুলের চাচা মমিন ভূইয়া। মাতৃগর্ভস্থ শিশুসহ গুলিবিদ্ধ হন নাজমা বেগম। এ ঘটনায় নিহত মমিনের ছেলে রুবেল ২৬ জুলাই মাগুরা সদর থানায় ১৬ জনের নামে হত্যাসহ বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়