News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৩৮, ৪ আগস্ট ২০১৫
আপডেট: ২১:৩০, ১৯ জানুয়ারি ২০২০

রাজধানীতে সুটকেসের ভেতর থেকে শিশুর লাশ উদ্ধার

রাজধানীতে সুটকেসের ভেতর থেকে শিশুর লাশ উদ্ধার

ঢাকা: ঢাকা নার্সিং কলেজের সামনে জামতলায় ফেলে রাখা একটি সুটকেসের ভেতর থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ বলছে, সোমবার দিবাগত রাত ২টার দিকে কে বা কারা লাশটি সেখানে ফেলে রেখে যায়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মইনুল বলেন, “সুটকেসের ভেতর থেকে সাত-আট বছরের এক ছেলেশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তার পরনে বড় হাফপ্যান্ট ছিল। শরীরে ইস্ত্রির ছ্যাঁকা দেওয়ার চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ছেলেটি কোনো বাসার গৃহকর্মী ছিল। নির্যাতনে মৃত্যুর পর তার লাশ সুটকেসে ভরে ফেলে রাখা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়