গর্ভে শিশু গুলিবিদ্ধ: আরও দুজন গ্রেফতার
মাগুরা: মাগুরায় ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ চলাকালে মা ও মায়ের পেটে থাকা শিশু গুলিবিদ্ধ হওয়ার মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে মাগুরা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া দুজন হলেন- মো. সাগর হোসেন (২৪) ও মো. বাপ্পী (২২)। এ নিয়ে এ মামলায় ছজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গুলিবিদ্ধ মা ও শিশুটিকে দেখতে আজ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।
এদিকে গুলিবিদ্ধ শিশুটির অবস্থা একটু ভালোর দিকে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক কানিজ হাসিনা প্রথম আলোকে বলেন, ‘শিশুটির অবস্থা একটু ভালো দিকে। তার খাওয়াদাওয়ার পরিমাণ একটু একটু করে বাড়ছে। কিন্তু ওর ওজন কম, সময়ের অনেক আগে জন্মেছে। তাই এখনই ঝুঁকিমুক্ত বলছি না। যেদিন ওকে মায়ের কোলে দিতে পারর, সেদিনই নিশ্চিতভাবে বলা যাবে ও ভালো আছে।’
মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় দায়ের হওয়া মামলার মোট ১৬ জন আসামির মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। ওসি জানান, সেন সুমনসহ ঢাকায় গ্রেপ্তার হওয়া তিন আসামিকে আগামীকাল মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ডে চাওয়া হবে। আদালতে নেওয়ার আগ পর্যন্ত ডিবি অফিসে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।
গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন অন্তঃসত্ত্বা নাজমা বেগম। গুলি মায়ের পেটের ভেতরে থাকা শিশুর শরীরও এফোঁড়-ওফোঁড় করে দেয়। মাগুরায় অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এরপর পাঠানো হয় তার মাকে। ওই ঘটনায় গুলিবিদ্ধ ও বোমায় আহত নাজমার চাচাশ্বশুর মমিন ভূঁইয়া পরদিন মারা যান।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








