News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪৭, ৩ আগস্ট ২০১৫
আপডেট: ২১:২৬, ১৯ জানুয়ারি ২০২০

ফিল্মি কায়দায় ব্যবসায়ী হত্যা

ফিল্মি কায়দায় ব্যবসায়ী হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি যাত্রীবাহী বাস থামিয়ে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত পরিচয়ধারী কিছু দুর্বৃত্ত। ওই সময়ে তারা বেশ কটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

সোমবার রাত সাড়ে নটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার মাহমুদপুর এলাকাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ব্যবসায়ীর নাম নুরুল ইসলাম (৩৫)। তিনি ফতুল্লা রেলস্টেশন এলাকার হানিফ হাজীর ছেলে। ঢাকার পরীবাগে মোতালিব প্লাজায় তার ‘পপুলার ইলেকট্রনিক্স’ নামের মোবাইল ব্যবসার দোকান রয়েছে। চীন থেকে মোবাইল আমদানি করতেন তিনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে নিহতের স্বজনেরা জানান, নুরুল ইসলাম ঢাকা থেকে উৎসব পরিবহনের একটি বাসে করে নারায়ণগঞ্জ ফিরছিলেন। পথে বাসটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের মাহমুদপুর এলাকাতে এলে কজন অস্ত্রধারী বাসটি গতিরোধ করে। পরে তারা বাসে উঠে নুরুল ইসলামকে মারধর করে বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়।

নিহতের স্বজন জেলা যুবলীগের সহসভাপতি জাকিরুল আলম হেলাল জানান, নুরুল ইসলাম নারায়ণগঞ্জে ব্যবসার টাকা নিয়ে ফিরছিলেন। ওই টাকা নেওয়ার জন্যই হয়তো তাকে খুন করা হতে পারে। তার ব্যক্তিগত কোনো শত্রু নেই।

প্রত্যক্ষদর্শী সাইদ হোসেন জানান, রাত সাড়ে ৮টায় বাসটি ঢাকা থেকে ছেড়ে আসে। বাসে অন্তত ৬০ জনের মতো যাত্রী ছিলেন। ১৫ জন দুর্বৃত্ত হঠাৎ করে বাসটি আটক করে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শনে যান ফতুল্লা মডেল থানার এসআই আরাফাত জাহান ও জয়নাল। তাদের বক্তব্য, দুর্বৃত্তরা উৎসব পরিবহনের একটি বাস আটক করেছিল। পরে ওই বাস থেকে এক ব্যক্তি নিচে লাফিয়ে পড়েন। তখন তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। বাস থেকে লাফিয়ে পড়া ওই ব্যক্তিকে পরে নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগরে চিকিৎসক ডা. হাম্মদ আলী জানান, গুলিতে আঘাতপ্রাপ্ত হয়ে নুরুল ইসলামের মৃত্যু ঘটেছে।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়