আচরণবিধি লঙ্ঘনে ব্যবস্থা নেওয়া হবে: রিটার্নিং কর্মকর্তা

ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে আচরণবিধি মানতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম শামীম রেজা।
তিনি বলেছেন, এখন থেকে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, স্বতঃস্ফূর্ত পরিবেশে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। ভোট শুরুর অনেক আগেই শিক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হয়েছেন। শিক্ষার্থীদের উৎসাহের কোনো ঘাটতি নেই।
রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ভোট শুরুর আগে ফাঁকা ব্যালট বাক্স মিডিয়া ও পোলিং এজেন্টদের দেখানো হয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রায় ১৫ শতাংশ ভোট পড়েছে।
তিনি জানান, “ভোটকেন্দ্রের ভেতরে এখন পর্যন্ত আচরণবিধি ভঙ্গের কোনো ঘটনা ঘটেনি। তবে বাইরের পরিবেশ আমরা পর্যবেক্ষণ করছি। কোথাও লঙ্ঘন হলে ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন: ডাকসু নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা, কার্ড ছাড়া প্রবেশ নয় ক্যাম্পাসে
এবার ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৪৫, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন।
প্রতিদ্বন্দ্বী প্যানেলের মধ্যে আলোচনায় রয়েছে ছাত্রদল সমর্থিত ‘আবিদ-হামীম-মায়েদ পরিষদ’, শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’, গণতান্ত্রিক ছাত্রসংসদের ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’, বামপন্থীদের ‘প্রতিরোধ পর্ষদ’, ছাত্রঅধিকার পরিষদ এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। এছাড়াও বিভিন্ন প্রার্থী একে অপরকে সমর্থন দিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি