ডাকসু নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা, কার্ড ছাড়া প্রবেশ নয় ক্যাম্পাসে

ছবি: সংগৃহীত
কঠোর নিরাপত্তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে প্রবেশে কেবল শিক্ষার্থী পরিচয়পত্র বাধ্যতামূলক করেছে।
সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ব্যারিকেড বসানো হয়েছে। ব্যারিকেডের ভেতরে একপাশে পুলিশ সদস্য, অন্যপাশে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের আগে তারা পরিচয়পত্র যাচাই করছেন। এছাড়া ফটকের বিপরীতে থানার সামনে বিজিবি ও র্যাব সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ক্যাম্পাসে তিনস্তরের নিরাপত্তা বলয়ের পাশাপাশি টিএসসি এলাকায় পুলিশের অস্থায়ী ক্যাম্প, ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট মোতায়েন করা হয়েছে। শৃঙ্খলা রক্ষায় বিএনসিসি ও বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরাও দায়িত্ব পালন করছেন। ভোটগণনার স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে এলইডি স্ক্রিনে সরাসরি ফলাফল প্রদর্শনের ব্যবস্থাও রাখা হয়েছে।
এবার ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৪৫, জিএসে ১৯ এবং এজিএসে ২৫ জন প্রার্থী রয়েছেন। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ এবং ১৩ ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন ভোটার।
আরও পড়ুন: ডাকসুর ভোটগ্রহণ শুরু
প্রধান প্যানেলগুলোর মধ্যে ছাত্রদল সমর্থিত ‘আবিদ-হামীম-মায়েদ পরিষদ’, শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’, গণতান্ত্রিক ছাত্রসংসদের ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’, বামপন্থী শিক্ষার্থীদের ‘প্রতিরোধ পর্ষদ’ এবং ছাত্রঅধিকার পরিষদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া স্বতন্ত্র প্যানেল থেকেও একাধিক প্রার্থী লড়াইয়ে আছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি