ডাকসু ভিপি সাদিক, জিএস ফরহাদ

ইসলামী ছাত্রশিবিরের ভিপি ও জিএস প্রার্থী আবু সাদিক কায়েম এবং এস এম ফরহাদ। ছবি: সংগৃহীত
২৮ বছর পর ২০১৯ সালে অনুষ্ঠিত হওয়ার পর আবারও ছয় বছর বিরতির পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। সোমবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হওয়া নির্বাচনে প্রথমবারের মতো ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ ভূমিধস জয় পেয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঘোষিত সর্বশেষ ফলাফলে দেখা যায়, ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মো. আবু সাদিক (সাদিক কায়েম) পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত মো. আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৭০৮ ভোট।
জেনারেল সেক্রেটারি (জিএস) পদে একই প্যানেলের এস এম ফরহাদ পান ১০ হাজার ৭৯৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম পান ৫ হাজার ২৮৩ ভোট। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মহিউদ্দিন খান পান ১১ হাজার ৭৭২ ভোট, যেখানে ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পান ৫ হাজার ৬৪ ভোট।
এছাড়া, হল সংসদেও শিবির সমর্থিত প্রার্থীরা অধিকাংশ পদে জয় পেয়েছেন।
আরও পড়ুন: ডাকসু ভোটে ছাত্রদলের অভিযোগ, ভিসির অস্বীকৃতি
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী—এর মধ্যে ২০ হাজার ৮৭৩ জন ছাত্র এবং ১৮ হাজার ৯০২ জন ছাত্রী। এবার মোট ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৪৩ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে ভোট পড়েছে ৭৮ শতাংশের বেশি।
নিউজবাংলাদেশ.কম/এসবি