News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:০০, ২৯ সেপ্টেম্বর ২০২৫

২৮ দিনে রেমিট্যান্স ২,৪৬৫ মিলিয়ন ডলার

২৮ দিনে রেমিট্যান্স ২,৪৬৫ মিলিয়ন ডলার

ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৮ দিনে দেশের রেমিট্যান্স প্রবাহ ১৬.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যে দেশে প্রবাসীদের পাঠানো অর্থ এসেছে ২,৪৬৫ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।

গত বছর একই সময় দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ২,১১৩ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় ৩৫২ মিলিয়ন ডলার বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা মোট ৭,৩৬৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। তুলনায়, আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ৬,২৫১ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রমাণ করছে দেশে প্রবাসী আয় গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: ২৪ দিনে প্রবাসী আয় এলো ২৭ হাজার ২৫৫ কোটি টাকা

বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক বাজারে বাংলাদেশি কর্মীদের অবদানের মূল্যায়ন বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার মান এবং প্রবাসীদের আয় বৃদ্ধির সঙ্গে রেমিট্যান্স বৃদ্ধির এই ধারা সম্পর্কিত। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য দেশের অর্থনীতিতে প্রবাসী আয় কী পরিমাণ গুরুত্বপূর্ণ তা স্পষ্টভাবে তুলে ধরেছে।

রেমিট্যান্স প্রবাহের এই বৃদ্ধির প্রভাব দেশে বৈদেশিক মুদ্রার মজুদ, বিনিয়োগ এবং অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে বলে অর্থ বিশেষজ্ঞরা উল্লেখ করছেন।

বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয় দীর্ঘদিন ধরে উল্লেখযোগ্য অবদান রাখছে। চলতি অর্থবছরের শুরু থেকে সেপ্টেম্বরের শেষ পর্যায় পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে এই ধারা অব্যাহত থাকা অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত হিসেবে গণ্য হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়