২৪ দিনে প্রবাসী আয় এলো ২৭ হাজার ২৫৫ কোটি টাকা

ফাইল ছবি
রেমিট্যান্স বা প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী ধারা চলতি মাস সেপ্টেম্বরেও অব্যাহত রয়েছে। এ মাসের প্রথম ২৪ দিনেই দেশে এসেছে ২ দশমিক ২৩ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার ২৫৫ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, ১ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা পাঠিয়েছেন ২২৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। ধারা অব্যাহত থাকলে সেপ্টেম্বর শেষে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
গত বছরের একই সময়ে এসেছিল ১৯০ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স। সে হিসাবে এ বছর একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৩২ কোটি ৫০ লাখ ডলার।
২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ২১ দিন পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৬৯৩ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৫৭৭ কোটি ডলার। অর্থবছর ভিত্তিতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২০ দশমিক ১ শতাংশ।
আরও পড়ুন: বাসমতী ছাড়া চাল রপ্তানিতে নতুন শর্ত দিলো ভারত
এ সময়ের মধ্যে জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার (প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা) এবং আগস্টে এসেছে ২৪২ কোটি ২০ লাখ ডলার (২৯ হাজার ৫৪৮ কোটি টাকা)।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরের মার্চে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা ছিল ওই অর্থবছরের রেকর্ড। পুরো অর্থবছর জুড়ে প্রবাসী আয় এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।
নিউজবাংলাদেশ.কম/এসবি