News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৫, ২৬ সেপ্টেম্বর ২০২৫

বৃষ্টি-সরবরাহ ঘাটতিতে সবজির দাম বাড়ল, বিপাকে ক্রেতারা

বৃষ্টি-সরবরাহ ঘাটতিতে সবজির দাম বাড়ল, বিপাকে ক্রেতারা

ছবি: সংগৃহীত

বৃষ্টি ও সরবরাহ ঘাটতির অজুহাতে কয়েক মাস ধরেই অস্থির সবজির বাজার। মাঝে কিছুটা কমলেও চলতি সপ্তাহে আবারও বেড়েছে সবজির দাম। এতে ভোক্তারা পড়েছেন বিপাকে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রামপুরা-বনশ্রী এলাকার বাজার ঘুরে এবং বিক্রেতা-ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

বিক্রেতারা জানান, সাম্প্রতিক বৃষ্টিতে বাজারে সবজির সরবরাহ কমেছে। এতে কেজিপ্রতি ১০-১৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে প্রতি কেজি ধুন্দল ৪০-৫০ টাকা, শসা ৫০-৮০ টাকা, পেঁপে ২০ টাকা, ঝিঙে ৬০-৮০ টাকা, কচি লাউ ৬০-৭০ টাকা, কাঁকরোল ৬০ টাকা, পটোল ৭০ টাকা, করলা ৮০ টাকা, ঢ্যাঁড়শ ৭০-৮০ টাকা, টমেটো ১২০-১৪০ টাকা, বরবটি ৬০ টাকা, মূলা ৮০ টাকা, বেগুন ৮০-১০০ টাকা ও কচুর মুখি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া চালকুমড়া প্রতি পিস ৫০ টাকায় এবং কাঁচা মরিচ কেজিপ্রতি ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এক মাসে কেজিপ্রতি ২০-৩০ টাকা বাড়ার পর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়, সোনালি মুরগি ২৬০ থেকে বেড়ে ২৮০ টাকায় উঠেছে।
গরুর মাংস কেজিপ্রতি ৭৬০-৮০০ টাকা, খাসির মাংস ১,২০০ টাকা এবং ছাগলের মাংস ১,১০০ টাকায় বিক্রি হচ্ছে।

ডিমের বাজার তুলনামূলক স্থিতিশীল। প্রতি ডজন লাল ডিম ১৩০ টাকা, সাদা ডিম ১২০ টাকা, হাঁসের ডিম ২২০-২৩০ টাকা এবং দেশি মুরগির ডিম ২৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

ইলিশের দাম কমেছে কেজিপ্রতি ১০০ টাকা। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২,১০০ টাকায়, ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ ১,৭৫০-১,৮৫০ টাকায়, ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ ১,৫০০ টাকায় এবং দেড় কেজি ওজনের ইলিশ ৩,০০০ টাকায়।

আরও পড়ুন: ২৪ দিনে প্রবাসী আয় এলো ২৭ হাজার ২৫৫ কোটি টাকা

অন্য মাছের দাম উচ্চ পর্যায়ে রয়েছে। বোয়াল কেজিপ্রতি ৭৫০-৯০০ টাকা, কোরাল ৮০০-৮৫০ টাকা, আইড় ৭০০-৮০০ টাকা, পাবদা ও শিং ৪০০-৫০০ টাকা, চাষের ট্যাংরা ৭৫০-৮০০ টাকা, কাঁচকি ৬৫০-৭০০ টাকা, মলা ৫০০-৫৫০ টাকা, রুই ৩৫০-৪০০ টাকা, তেলাপিয়া ২৫০ টাকা, পাঙাশ ২২০-২৫০ টাকা, বাইলা ৮৫০ টাকা, টেংরা ৮০০ টাকা ও চিংড়ি ১,০০০ টাকায় বিক্রি হচ্ছে।

ভোক্তারা বলছেন, বৃষ্টি ও সরবরাহ ঘাটতির কারণে প্রতিনিয়ত নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় তাদের দৈনন্দিন খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়