News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৬, ১২ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীতে নিত্যপণ্যের বাজারে চড়া দাম

রাজধানীতে নিত্যপণ্যের বাজারে চড়া দাম

ছবি: সংগৃহীত

রাজধানীর বাজারে কয়েক সপ্তাহ ধরে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। বিশেষ করে সবজি, মাছ, মুরগি ও চালের দাম বেড়ে ভোক্তাদের কষ্ট বাড়ছে। তবে ডিমের দাম কিছুটা কমেছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আলু ছাড়া প্রায় সব সবজির দামই বেশি। ৮০ টাকার নিচে কোনো সবজি মিলছে না। নতুন গোল বেগুন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০০-১৪০ টাকা, বরবটি, করলা, চিচিঙ্গা ১০০-১২০ টাকা এবং ঢ্যাঁড়স, ঝিঙ্গা, পটলও ৮০ টাকার আশেপাশে বিক্রি হচ্ছে। তুলনামূলকভাবে সহনীয় রয়েছে আলুর দাম—২৫-৩০ টাকা কেজি। পেঁপেও মিলছে ৩৫-৪০ টাকা কেজিতে।

মুরগির বাজারেও বেড়েছে চাপ। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়ে কেজিপ্রতি ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত—গরুর মাংস কেজিপ্রতি ৭৫০-৭৮০ টাকা এবং খাসি ১১০০-১২০০ টাকা।

মাছের বাজারেও চড়া দাম। কোরাল বিক্রি হচ্ছে ৮০০-৯০০ টাকা, আইড় ৬০০-৭৫০ টাকা, চিংড়ি আকারভেদে ৭৫০ থেকে ১২০০ টাকা। রুই ও কাতলা কেজিপ্রতি ৩৫০-৪৫০ টাকা, তবে দুই কেজির বেশি ওজনের রুই ৫৫০ টাকা পর্যন্ত উঠেছে।

ডিমের বাজারে সামান্য স্বস্তি ফিরেছে। এক ডজন ব্রয়লার মুরগির ডিম (লাল) ১৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ১৫০ টাকা। তবে খুচরা বাজারে অনেক জায়গায় এখনো হালি ৫০ টাকা রাখা হচ্ছে।

আরও পড়ুন: ইউরোপে বাংলাদেশি পোশাকের জয়যাত্রা: এক দশকে প্রবৃদ্ধি ৫৮%

চালের বাজারেও দাম এখনো চড়া। মিনিকেট চাল কেজিপ্রতি ৭২-৮৫ টাকা, নাজিরশাইল ৭৫-৯৫ টাকা, ব্রি-২৮ চাল ৬২ টাকা এবং স্বর্ণা ৫৮-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম আর চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে। তবে ভোক্তারা মনে করছেন, বারবার দফায় দফায় দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়