হিলি স্থলবন্দরে দিয়ে বেড়েছে কাঁচামরিচ আমদানি
ছবি: সংগৃহীত
দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে কাঁচামরিচের আমদানির পরিমাণ বেড়েছে। আমদানি হওয়া কাঁচামরিচ বর্তমানে ঢাকা, চিটাগাং, রংপুর, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
ভারতের মোকামে প্রতি কেজি কাঁচামরিচ কিনতে হচ্ছে ৮০ থেকে ৯০ রুপিতে, সঙ্গে কেজি প্রতি ৩৭ টাকা আমদানি শুল্ক দিতে হচ্ছে। ফলে ভারত থেকে আসা কাঁচামরিচ হিলি বন্দরের পাইকারী বাজারে বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে। দাম বেশি হওয়ায় পাইকাররা বিপাকে পড়েছেন।
কাঁচামরিচ আমদানিকারকরা জানিয়েছেন, দেশে চলমান বন্যার কারণে কৃষকের মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে দেশের বাজারে কাঁচামরিচের সংকট তৈরি হয়েছে এবং চাহিদা বেড়েছে।
আরও পড়ুন: ৯ আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া
হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী, গত ৬ দিনে ভারতীয় ৭২টি ট্রাকে ৬১৮ মেট্রিক টন কাঁচামরিচ এই স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








