News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৬, ২০ আগস্ট ২০২৫

বাধ্যতামূলক ছুটিতে বিএফআইইউ প্রধান শাহীনুল

বাধ্যতামূলক ছুটিতে বিএফআইইউ প্রধান শাহীনুল

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর ভিডিও কাণ্ডের পর বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান এএফএম শাহীনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, “তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিএফআইইউ প্রধান ছুটিতে থাকবেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

গত সোমবার শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। যদিও শাহীনুল ইসলাম ভিডিওগুলো ভুয়া দাবি করেন, প্রাথমিক ফ্যাক্ট চেকে কেন্দ্রীয় ব্যাংক ভিডিওগুলোকে সঠিক বলে শনাক্ত করেছে। পরদিন তিনি অফিসেও উপস্থিত হননি।

আরও পড়ুন: ভোমরা স্থলবন্দর দিয়ে তিন দিনে এলো দুই হাজার টন পেঁয়াজ

তদন্তের জন্য বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর এবং দুইজন নির্বাহী পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সহায়তা করবেন কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

এর আগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা মঙ্গলবার গভর্নর বরাবর স্মারকলিপি দিয়ে জানিয়েছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়