News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪১, ২৪ মে ২০২৫
আপডেট: ০৯:০৪, ২৪ মে ২০২৫

আজ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা

আজ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শনিবার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা। সব ধরনের লেনদেন করতে পারছেন গ্রাহকরা। গত শনিবারও খোলা ছিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।

সরকারি নির্দেশ অনুযায়ী, ঈদুল আজহার ছুটি ১০ দিন কার্যকর করতে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে,  সরকারি সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে, ঢাকা স্টক এক্সচেঞ্জেও লেনদেন চলছে।

আরও পড়ুন: অনেকেই আমাদের অথর্ব বলেন, সমালোচনা করেন: অর্থ উপদেষ্টা

অপরদিকে, এবার ঈদুল আজহার ছুটি শুরু হবে আগামী ৫ জুন থেকে এবং শেষ হবে ১৪ জুন। অর্থাৎ টানা ১০ দিন ছুটি থাকবে। ব্যাংকে সব ধরনের সেবা মিললেও গ্রাহক উপস্থিতি তুলনামূলকভাবে কম। তবে কর্মকর্তা-কর্মচারীরা সবাই উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়