অনেকেই আমাদের অথর্ব বলেন, সমালোচনা করেন: অর্থ উপদেষ্টা
									ছবি: সংগৃহীত
জাতীয় বাজেট ঘোষণার আগমুহূর্তে দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ ও সমালোচনার প্রভাব নিয়ে অকপট বক্তব্য দিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, অনেকেই আমাদের অথর্ব বলেন, সমালোচনা করেন। সমালোচনা করবেন, ঠিক আছে। কিন্তু এসব দেশের বাইরে ভালো ইম্প্রেশন দেয় না, ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
শুক্রবার (২৩ মে) ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে বাংলাদেশ ইকোনমিক অলিম্পিয়াড ২০২৫-এর জাতীয় পর্যায়ের মূল পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি আরও বলেন, আসন্ন বাজেট নিয়ে অনেক ধরনের করছাড়ের প্রস্তাব এসেছে। বাজেট ঘোষণার পরদিনই এগুলোর ব্যাখ্যা দিতে হবে। তবে সাধারণ মানুষের চাহিদা ও সামাজিক গ্রহণযোগ্যতা নির্ধারণ সহজ কাজ নয়। আইএমএফ তাদের শর্ত চাপিয়ে দিতে পারেনি, আমরা সমাধানে পৌঁছেছি।
বাজেট প্রণয়ন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বিভিন্ন করছাড় নিয়ে আলোচনা চলছে। তবে জনগণের পছন্দ বা সামাজিক গ্রহণযোগ্যতার দিকটি মাথায় রাখা কঠিন কাজ। আইএমএফ চাইলেও তাদের সব দাবি চাপিয়ে দেওয়া হয়নি, বরং সমাধানের পথ খুঁজে নেওয়া গেছে।
আরও পড়ুন: বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫.৬৪ বিলিয়ন ডলার
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। 
তিনি বলেন, অর্থনীতি একটি প্রয়োগভিত্তিক বিজ্ঞান। তাই স্কুল-কলেজ পর্যায় থেকে শিক্ষার্থীদের মধ্যে অর্থনীতি চর্চার আগ্রহ সৃষ্টি করাই আমাদের উদ্দেশ্য।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, গত কয়েক দশকে প্রবৃদ্ধি বাড়লেও তা সবার কাছে পৌঁছায়নি। ফলে বৈষম্য বেড়েছে, কর্মসংস্থান আশানুরূপ হয়নি এবং তরুণদের বেকারত্ব বাড়ছে। উচ্চ মূল্যস্ফীতির প্রভাব সমাজে গভীর ক্ষত তৈরি করেছে।
মূল প্রবন্ধে সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন, গত ৯ মাসে ব্যাংক খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে রাজনীতিতে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে, যা ভবিষ্যতের জন্য চিন্তার বিষয়।
এবারের অলিম্পিয়াডে দেশের ২০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে, যেখান থেকে জাতীয় পর্যায়ে ৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। তাদেরকে স্মার্টফোন ও ল্যাপটপ উপহার দেওয়া হয় এবং তারা আজারবাইজানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
এই আয়োজন অর্থনীতিকে তরুণ সমাজের মধ্যে জনপ্রিয় করে তুলতে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








