বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫.৬৪ বিলিয়ন ডলার
									ফাইল ছবি
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও কিছুটা বেড়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি মাসের ২২ মে পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৫ হাজার ৬৪২ দশমিক ৭৪ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ২৫ দশমিক ৬৪ বিলিয়ন ডলার।
বৃহস্পতিবার (২২ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা যায়, ১৯ মে পর্যন্ত এই পরিমাণ ছিল ২৫ হাজার ৪৪৪ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। অর্থাৎ মাত্র তিন দিনের ব্যবধানে গ্রস রিজার্ভে যুক্ত হয়েছে প্রায় ১৯৮ দশমিক ৩১ মিলিয়ন ডলার।
আরও পড়ুন: ৪০ বিলিয়নের পথে বৈদেশিক মুদ্রার রিজার্ভ
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রণীত হিসাব পদ্ধতি ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) অনুযায়ী রিজার্ভের পরিমাণ কিছুটা কম—২০ হাজার ২৭২ দশমিক ৭০ মিলিয়ন ডলার। এর আগে, ১৯ মে পর্যন্ত এই হিসাব অনুযায়ী রিজার্ভ ছিল ২০ হাজার ০৭০ দশমিক ৫৯ মিলিয়ন ডলার।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক এখন দুই ধরনের রিজার্ভ তথ্য প্রকাশ করে—গ্রস রিজার্ভ এবং নিট রিজার্ভ। যেখানে গ্রস রিজার্ভে রপ্তানি ও রেমিট্যান্স থেকে অর্জিত বৈদেশিক মুদ্রার পাশাপাশি কিছু নির্ধারিত দায় অন্তর্ভুক্ত থাকে, সেখানে নিট রিজার্ভ নির্ধারণ করা হয় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে, যা স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে প্রকৃত মজুত রিজার্ভকে নির্দেশ করে।
নিউজবাংলাদেশ.কম/পলি








