News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২০, ২১ মে ২০২৫

৪০ বিলিয়নের পথে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

৪০ বিলিয়নের পথে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতি ধাপে ধাপে উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। 

তিনি জানান, আগামী মাসেই রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে এবং দীর্ঘমেয়াদে এ মজুদকে ৪০ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তবে এই লক্ষ্য অর্জনে সময় ও কাঠামোগত সংস্কার জরুরি বলে মনে করেন তিনি।

বুধবার (২১ মে) পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত আলোচনাসভায় গভর্নর এসব মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা আগামী মাসেই ২৭ থেকে ৩০ বিলিয়ন ডলারের রিজার্ভ অর্জনের পথে রয়েছি। তবে ৪০ বিলিয়নের লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ টেকসইভাবে বাড়াতে হবে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক সুশাসন এবং সময়োপযোগী নীতিমালাও অত্যাবশ্যক। 

আরও পড়ুন: আপত্তি থাকলেও এলডিসি গ্র্যাজুয়েশন বাংলাদেশের জন্য ভালো হবে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১৯ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার, তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) গৃহীত হিসাব পদ্ধতি (বিপিএম-৬) অনুসারে প্রকৃত রিজার্ভ ২০ দশমিক ৭ বিলিয়ন ডলার।

গভর্নর আহসান এইচ মনসুর উচ্চ সুদের ক্ষুদ্র ঋণ কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন। 

তিনি বলেন, বর্তমানে ক্ষুদ্র ঋণ সংস্থাগুলো প্রায় ২৬ শতাংশ সুদে ঋণ দিচ্ছে, যা টেকসই নয়। কারণ গ্রাহকরা এখন এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে তুলনামূলক কম সুদে ঋণ পাচ্ছেন। ফলে এসব উচ্চ সুদের প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়বে।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে রিজার্ভ বৃদ্ধির এ প্রয়াস অব্যাহত থাকবে। দ্রুত উন্নয়নশীল অর্থনীতির জন্য শক্তিশালী বৈদেশিক মুদ্রার রিজার্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়