News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৯, ১৮ সেপ্টেম্বর ২০২৫

৮ দফা বৃদ্ধির পর কমলো স্বর্ণের দাম

৮ দফা বৃদ্ধির পর কমলো স্বর্ণের দাম

ফাইল ছবি

দেশের বাজারে টানা আট দফা বৃদ্ধির পর এবার স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে টানা আট দফায় স্বর্ণের দাম বাড়ার ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকায় পৌঁছেছিল, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।

আরও পড়ুন: টানা মূল্যবৃদ্ধির ধারায় স্বর্ণবাজারে নতুন রেকর্ড

নতুন সমন্বয়িত দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ লাখ ৭৯ হাজার ৬০২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ১ লাখ ৫৩ হাজার ৯৪১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৭ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

অপরিবর্তিত রয়েছে দেশের বাজারে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৭৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩১৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১৩৫ টাকা।

বিশেষজ্ঞরা মনে করেন, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের অবস্থার ওপর নির্ভর করে এই সমন্বয় স্বাভাবিক অর্থনৈতিক প্রক্রিয়ার অংশ। স্বর্ণ ও রুপার এই আপডেট দেশীয় বাজারে ক্রেতা ও বিক্রেতাদের জন্য নতুন দিকনির্দেশনা হিসেবে গণ্য করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়