News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫৬, ৯ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৮:৩৯, ৯ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচনে মাঠ প্রশাসনের কাজে গাড়ি, মন্ত্রীদের জন্য নয়: অর্থ উপদেষ্টা

নির্বাচনে মাঠ প্রশাসনের কাজে গাড়ি, মন্ত্রীদের জন্য নয়: অর্থ উপদেষ্টা

ফাইল ছবি

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কার্যক্রম নির্বিঘ্ন করতে সরকার প্রায় ৩০০টি নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে। তবে আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি বিলাসবহুল গাড়ি কেনার প্রস্তাব বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়। 

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এসব তথ্য জানান।

অর্থ উপদেষ্টা জানান, নির্বাচনের সময় জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের জন্য প্রায় ৩০০টি গাড়ি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। 

তিনি বলেন, নির্বাচনের সময় ভাঙা গাড়ি নিয়ে দুই মাইল যাওয়ার পর নষ্ট হয়ে গেলে দায়িত্ব পালনে সমস্যা হবে। তাই এই প্রস্তাবটি আমরা গ্রহণ করেছি।

জানা গেছে, এসব গাড়ির মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য ১৯৫টি এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের জন্য ২৫টি মাইক্রোবাস অন্তর্ভুক্ত রয়েছে। গাড়িগুলো সরাসরি ক্রয় প্রক্রিয়ায় প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে কেনা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আগামী সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও উপদেষ্টাদের জন্য ৬০টি মিতসুবিশি পাজেরো কিউএক্স-২৪২৭ সিসি মডেলের গাড়ি কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রতিটি গাড়ির দাম ধরা হয়েছিল ১ কোটি ৬৯ লাখ টাকা, যার মোট ব্যয় হতো ১০১ কোটি ৬১ লাখ টাকা।

আরও পড়ুন: দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

তবে গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে অর্থ মন্ত্রণালয় প্রস্তাবটি বাতিল করে। 

অর্থ উপদেষ্টা বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাব এসেছিল, কিন্তু আমি তা বন্ধ করে দিয়েছি। কোনো মন্ত্রীদের জন্য গাড়ি কেনা হবে না।

তিনি আরও বলেন, আমার বন্ধুদের জন্য আমি গাড়ি দিচ্ছি—এমন খবর ছড়ানো হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। আমার বন্ধু জানেনই তো কে, তিনিও আহত হয়েছেন এই গুজবে।

অর্থ উপদেষ্টা জানান, আগের সরকারের এমপিদের জন্য আমদানি করা ৩০ থেকে ৪০টি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে সরকার। প্রতিটি গাড়ির মূল্য প্রায় ৫ কোটি টাকা। এসব গাড়ি নির্বাচনের সময় ব্যবহার করা হবে।

বৈঠকে আরও জানানো হয়, জাপান সরকার বাংলাদেশ থেকে ১ লাখ দক্ষ জনবল নিতে সম্মত হয়েছে। তবে এজন্য জাপানি ভাষা জানা বাধ্যতামূলক। 

অর্থ উপদেষ্টা বলেন, পিএইচডি করার পরও যেন চাকরি পাওয়া যায়, সে বিষয়ে অনুরোধ করা হয়েছে।

এছাড়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’ নামে একটি নতুন ব্যাংক গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

অর্থ উপদেষ্টা আশ্বস্ত করেন, একীভূত ব্যাংকের গ্রাহকদের কোনো ভোগান্তি হবে না এবং তাদের অর্থ নিরাপদ থাকবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়