৯৬-এর শেয়ার কেলেঙ্কারি: দুইজনের কারাদণ্ড
৯৬ সালে শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় দুজনকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁদের ৩০ লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড হয়েছে।
সোমবার সকালে পুঁজিবাজার সংক্রান্ত মামলা পরিচালনার জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হুমায়ূন কবির এ রায় দেন। ১৯৯৬ সালের কেলেঙ্কারির ঘটনায় শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি চিক টেক্সটাইলের মামলায় এটি প্রথম রায়।
দণ্ডপ্রাপ্তরা হলেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মাকসুদুর রসুল ও পরিচালক ইফতেখার মোহাম্মদ। রায় ঘোষণার সময় আসামিদের কেউ আদালতে ছিলেন না।
কৃত্রিমভাবে শেয়ারের দর বাড়ানোর অভিযোগে ১৯৯৭ সালের ২ এপ্রিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষে মামলাটি করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








