News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৬, ২৭ আগস্ট ২০১৫
আপডেট: ০৪:২৫, ২০ জানুয়ারি ২০২০

পেঁয়াজ আমদানিতে সুদের হার কমলো

পেঁয়াজ আমদানিতে সুদের হার কমলো

ঢাকা: পেঁয়াজের মূল্যবৃদ্ধি ঠেকাতে পণ্যটি আমদানি অর্থায়নে সুদের হার ১১ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক জারিকৃত এক প্রজ্ঞাপনে সকল তফসিলি ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। দেশীয় বাজারে পেঁয়াজের সরবরাহ নিশ্চিত করতেই এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ নিয়ম কার্যকর থাকবে।
 
এর আগে পেঁয়াজ আমদানিতে ব্যাংকগুলো ১০০ শতাংশ মার্জিন ঋণ প্রদান করে, যেখানে সুদহার ১৮ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছিল।
 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সম্প্রতি আন্তর্জাতিক বাজারে পেঁয়াজের মূল বৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও পেয়াজের মূল্যে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। ফলে বাজারে ভোক্তা পর্যায়ে পেঁয়াজের সরবরাতে ঘাটতি দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে নিত্য প্রয়োজনীয় পণ্য হিসেবে স্থানীয় বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত ও পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে পেঁয়াজ আমদানি অর্থায়নের সুদের হার সর্বোচ্চ ১১ শতাংশ নির্ধারণ করা হলো।’
 
পেঁয়াজ আমদানির ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখার জন্যও ব্যাংকগুলোকে পরামর্শ  দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ নির্দেশনা ৩০ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত বলবৎ থাকবে।
 
নিউজবাংলাদেশ.কম/জেএস/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়