শেয়ার কেলেঙ্কারির মামলায় ডিএসই প্রেসিডেন্টের জামিন
ঢাকা: পুঁজিবাজারের শেয়ার কেলেঙ্কারি মামলায় ৭ দিনের জামিন পেয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) সাবেক প্রেসিডেন্ট রকিবুর রহমান। ১৯৯৬ সালে শেয়ার কেলেঙ্কারি মামলায় আগামী ১৬ আগস্ট পর্যন্ত তাকে জামিন দিয়েছেন পুঁজিবাজার সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হুমায়ন কবির। ওই দিন বেলা তিনটায় এ মামলার জবানবন্দীর সময় নির্ধারণ করা হয়েছে। একই মামলায় বুলবুল সিকিউরিটিজের মালিক এ এস শহিদুল হক বুলবুলেরও জামিন দিয়েছেন আদালত।
রোববার ট্রাইব্যুনালে রকিবুর ও বুলবুলের মামলা ছাড়াও আরো দুইটি মামলার কার্যক্রম চলে। এর একটি হলো- প্লেসমেন্ট শেয়ার কেলেঙ্কারীর অন্যটি প্যারাগন লেদারের ভুয়া সার্টিফিকেট মামলা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সূত্রে জানা যায়, প্লেসমেন্ট শেয়ার কেলেঙ্কারীর মামলায় সাত্তারুজ্জামান শামীমকে জামিন দিয়েছেন আদালত। আসামীপক্ষের জামিন আবেদনের প্রেক্ষিতে আদালত তা মঞ্জুর করেন। এ মামলার পরবর্তী বিচার কার্যক্রমের তারিখ ১৬ আগস্ট নির্ধারন করা হয়েছে।
এদিন আদালত ‘প্যারাগন লেদারের ভুয়া সার্টিফিকেটের মাধ্যমে শেয়ারের টাকা হাতিয়ে নেওয়ার মামলার কার্যক্রম পরিচালনার জন্য ১৩ আগস্ট তারিখ নির্ধারন করেছেন। বাদি ও বিবাদির মামলা পরিচালনা প্রস্তুতি না থাকায় আদালতের নিকট সময় প্রার্থনা করে। আদালত তা বিবেচনা করে আগামি ১৩ আগস্ট তারিখ নির্ধারন করেন।
উল্লেখ্য, ২০০১ সালের প্যারাগণ লেদারের মামলা সূত্রে জানা গেছে, কোম্পানিটির ১৭জন কর্মকর্তা ভুয়া সার্টিফিকেট শেয়ারের মাধ্যমে ব্যাংক থেকে প্রত্যেকে ২০ লাখ টাকা করে হাতিয়ে নেয়। এর সঙ্গে কোম্পানিটির এমএ সালাম, আবুল কালাম আজাদ, নূর মোহাম্মদ, আব্দুল সালাম, এস এস জুনায়েদসহ অন্যান্যরা জড়িত।
২০১০ সালের প্লেসমেন্ট কেলেঙ্গারীর এই মামলার আসামী সাত্তারুজ্জামান শামীম, প্রয়াত নবীউল্লাহ নবী ও গ্রিনবাংলা কমিউনিকেশন। ওই সময় আরএকে সিরামিকস, গ্রামীণফোনসহ অনেক কোম্পানির শেয়ার প্লেসমেন্টের অনিয়ম নিয়ে অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








