রিফাত চৌধুরীর গুচ্ছ কবিতা
আমি পারি না
আমি পারি না। চকচকে উদ্দীপনা।
সেই ছুটির গন্ধমাখা নোংরা রোমান্টিক কবেই হাপিস।
যা ছিল আমার যৌবনে।
নেলসন ম্যান্ডেলা যখন জেলে
গান-কবিতা আর ছবি আঁকার আড্ডা সাজিয়েছিলেন
আলাপ হয়েছিল সেদিনের সেই আড্ডা চলাকালীনে।
আমার মধ্যে অদৃশ্য ছিল 'আমি পারি না'।
একটা বিসন্ন নগ্নতার পর্দা ছিল আমার মনে।
মেকআপ রুমে বসে
মেকআপ রুমে বসে আপনমনে
আয়নার সাথে কথা বলতে বলতে ভাবি,
ছোট পর্দার অনেক চরিত্রের মত
বাস্তবেও আমি বহুরূপী!
একটা শরীর ছেড়ে অন্য একটা শরীরে ঢুকে পড়ি আমি।
আমি অভিনয় করি না।
আমি স্বতঃস্ফূর্ত করি।
আমি আন্ডার এ্যাকটিং করি।
আমি ক্যাজুয়াল এ্যাকটিং করি।
আমি বাস্তব এ্যাকটিং করি।
আসলে আমি অভিনেতা নই, শিল্পী।
এতদিন শিল্পের পাঠ নিয়েছি।
এখন নিচ্ছি শিল্পীর পাঠ।
আর্টিস্টকে স্টাডি করছি এখন।
আমার বোন
কলারোয়া। ইছামতী। সেখানে আমার বোন।
ইছামতী, আমাকে তার বার্তা দাও,
ইছামতী, আমাকে তার কথা বলো।
ইছামতী, আমাকে বলাও।
আমার বোন আছে
ইছামতী নদী পেরিয়ে
সাতক্ষীরার কাছে
কলারোয়ায়।
লিভ টুগেদার
লিভ টুগেদার উঁকিঝুঁকি মারছে জানালায়।
জানালার জামা কাপড় খুলে দেখি;
হীরক নয়, স্রেফ নগ্নিকাচ।
পথ
বস্তুত পথ আছে অনেক বিস্মৃত উন্মুক্ত পথ।
পথ আছে শত শত সহস্র সহস্র।
দেখেছি কত রকম পথ। অনন্ত পথ!
পথে পথে পুলিশ ভ্যান ছোটে।
গুলি ও টিয়ার গ্যাসে আকাশে কুয়াশা।
পথ রয়েছে বহুবার ফিরে যাওয়ার মতো
পথ আছে ফিরে যাওয়া যাবে না।
যেসব যুবক পথে এসে আর ফিরে যায় না ঘরে
তাদের চিনি না।
এমনও পথ আছে
পথ চলতে দেখা হলো যুবাদের।
অন্য পথে গেলে দেখা হতো না।
আমার এদের সাথে কোনদিন আলাপ ছিল না।
পথে বুলেটের সামনে বুক পেতে দেয়ার সময়
স্মরণ কর আমাকে।
আমি পবিত্র পথে শহীদ হয়েছি।
নিউজবাংলাদেশ.কম/টিএবি
নিউজবাংলাদেশ.কম








