News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:২৫, ২৭ আগস্ট ২০১৫
আপডেট: ০০:২৩, ২০ জানুয়ারি ২০২০

নওশাদ জামিলের দুটি কবিতা

নওশাদ জামিলের দুটি কবিতা

 

ফেরা

কেবল নিজের কাছে ফেরা
আর কিছু নয়। চুপচাপ
শুধু দেখা–এত কি সহজ?
কিছুই দেখি না, তবু আমি
দৃষ্টির গোচরে তুলে নিই
ভুল করা মানুষের মুখ
কিছুই বুঝি না, তবু দেখি
বোঝাপড়া হয় না আমার।

তবে কি ফুরালো দেখাদেখি?
দুই চোখ নয়–ধীরে ধীরে
তৃতীয় চোখের কাছে ফেরা
আর কিছু নয়। চুপিচুপি
যখনই নিজের কাছে ফিরি
দেখি খুলে যায় অন্য চোখ।

গর্ভফুল

তাঁবুর ভিতর জেগে ওঠে
অন্য এক তাঁবু–জতুগৃহ
মনে হয় যেন গর্ভমুখ
নয় মাস ভেসে, অবশেষে
ধরা দেয় সমুদ্রের স্বর
কাছে এসে, অন্ধকার ধরে
আকস্মিক ফুলে ওঠে ঢেউ
দুলে ওঠে দেহ–গর্ভফুল।

নির্জন তাঁবুর কাছে এসে
লেগেছে মুহূর্তপ্রেম–জানি
ভ্রুণের সংসারে, কোলাহলে
কেঁপে ওঠে জঠরের ফুল
প্রাণের প্রণতি নাও–তুমি
তাকে আনো, তুমি তাকে আনো।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়