সুলতানের ৯১তম জন্মবার্ষিকী: ৩ দিনের আর্টক্যাম্প উদ্বোধন
নড়াইল: ১০ আগস্ট নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার থেকে তিন ব্যাপী আর্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমীর শাখা চারু শিল্পী পরিষদের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে আর্টক্যাম্প উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার মো. হায়দার আলী, পৌর আওয়ামী লীগ সভাপতি মলয় কুন্ডু, নড়াইল জেলা চারুশিল্পী পরিষদের সদস্য সচিব চিত্রশিল্পী সমির কুমার বৈরাগী প্রমুখ।
আর্ট ক্যাম্পে নড়াইল জেলার ৪০জন চারুশিল্পী এ আর্টক্যাম্পে অংশগ্রহণ করছে।
এদিকে শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে ২৬ আগস্ট থেকে সুলতান মঞ্চে ৪ দিনব্যাপী ‘সুলতান উৎসবের’ আয়োজন করা হবে।
উৎসবে বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের চিত্র শিল্পীদের নিয়ে আর্টক্যাম্প, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, সঙ্গীত-নৃত্যানুষ্ঠান, নাটক, ডুকুমেন্টারি ফ্লিম প্রদর্শনী এবং নড়াইল শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীতে ২৯ আগস্ট নারী ও পুরুষের নৌকা বাইচ।
এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশন উদ্যোগে আয়োজিত উৎসবে এসব কর্মসূচি পালিত হবে বলে জানান এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ।
উল্লেখ্য, ১৯২৪ সালের ১০ আগস্ট বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন এবং ১৯৯৪ সালের ১০ অক্টোবর তিনি মৃত্যু বরণ করেন।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








