শরতের কুয়াশাচ্ছন্ন ভোর জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা
উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাটে শরৎকাল চলছে; ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা, শিশিরঝলমল ঘাস ও ধানের ক্ষেতে প্রকৃতির স্নিগ্ধতা চোখে পড়ছে। স্থানীয়রা শীতের আগমনী বার্তা অনুভব করছেন, চিকিৎসকেরা ঠান্ডাজনিত রোগের প্রতি সতর্ক করছেন।