মনটা ভারতে, আমি আমেরিকায়: মাহিয়া মাহি
মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত
সিনেমায় অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে নিয়মিত উপস্থিতি জানান দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিভিন্ন ছবি ও ভিডিওতে তুলে ধরেন নিজের ব্যক্তিগত মুহূর্ত। এবার এক স্ট্যাটাসে জানালেন, 'আমার রূহটা ইন্ডিয়ায়, আর আমি আমেরিকায়।'
ফেসবুকে প্রকাশ করা ছবিগুলোতে ওভারকোটে জড়ানো অবস্থায় দেখা যায় মাহিকে। তবে এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্যের কারণ ব্যাখ্যা করেননি তিনি।
তবে ধারণা করা হচ্ছে, স্বামী রাকিব সরকারকে ঘিরেই এই স্ট্যাটাস। সরকার পরিবর্তনের পর থেকে রাকিব সরকারের অবস্থান নিয়ে ধোঁয়াশা রয়েছে। তিনি আওয়ামী লীগ- সংশ্লিষ্ট রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দলের শীর্ষ নেতারা ৫ আগস্টের ঘটনার পর ভারতে আশ্রয় নেন। ফলে রাকিবও হয়তো সেখানে আছেন- এমনটাই মনে করছেন অনেকেই। সেই প্রেক্ষিতে আমেরিকায় অবস্থানরত মাহির এই ‘রূহটা ইন্ডিয়ায়’ লেখা স্ট্যাটাসকে স্বামীর প্রতি ভালোবাসা ও বিরহের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
সিনেমায় খুব একটা সক্রিয় নন মাহি। ব্যক্তিজীবন নিয়েই বেশি খবরের শিরোনাম হন তিনি। কয়েকদিন আগে স্বামী রাকিবের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গেও আলোচনায় ছিলেন।
আরও পড়ুন: মেক্সিকান ফাতিমা বশের মাথায় উঠলো মিস ইউনিভার্সের মুকুট
সম্প্রতি জায়েদ খানের আয়োজনে একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসেও সমালোচনায় পড়েছিলেন। এবার নতুন করে আলোচনায় আছেন তার ইঙ্গিতপূর্ণ এই স্ট্যাটাসকে ঘিরে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








