News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৪, ৩ অক্টোবর ২০১৯
আপডেট: ১৪:৫৮, ৯ ফেব্রুয়ারি ২০২০

খালেদাকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত আদালতের হাতে: তথ্যমন্ত্রী

খালেদাকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত আদালতের হাতে: তথ্যমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত আদালতের হাতে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

আগের দিন হাসপাতালে চিকিৎসাধীন দণ্ডিত বিএনপি চেয়ারপারসনকে দেখার পর তাকে ‘রাজবন্দী’ হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়ার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার নিজ কার্যালয়ে তিনি একথা বলেন।

হাছান বলেন, খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন, এতিমের জন্য টাকা এসেছে এতিমখানা নির্মাণের জন্য সেটি না করে তিনি তার ব্যক্তিগত একাউন্টে সে টাকা ট্রান্সফার করেছেন। সে কারণে আদালতে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের সাক্ষী-সাবুদের মাধ্যমে তার শাস্তি হয়েছে। সুতরাং তার মুক্তির বিষয়টি আদালতের মাধ্যমে হতে হবে, অন্য কোনোভাবে হওয়া সম্ভব নয়।”

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারের ক্ষেত্রে কীভাবে টিভি চ্যানেলগুলো ক্রম ঠিক করা হবে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, অ্যাটকোর পক্ষ থেকে ক্রম ঠিক করে দেয়া হয়েছে।

তিনি বলেন, “সেটিই আমরা কেবল অপারেটর তাদেরকে জানিয়েছিলাম, তারা সেই সিরিয়াল মেইনটেইন করে করছে।”

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

সর্বশেষ

পাঠকপ্রিয়